কুমিল্লা প্রতিনিধি :
করোনা ভাইরাস পরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজে (কুমেক) স্থাপিত আরটি-পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে স্বাস্থ্যকর্মীদের প্রাথমিক প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
সোমবার দুপুরের দিকে কোভিড-১৯ করোনা ভাইরাস শনাক্তের ল্যাবের উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) করোনা পরীক্ষার মেশিনটি কুমিল্লা মেডিক্যাল কলেজে আসে। এরপর মেশিনটি এ কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপন করা হয়। রবিবার (২৬ এপ্রিল) পিসিআর মেশিনের উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ১৮ জন স্বাস্থ্যকর্মী অংশগ্রহণ করেন। এদের মধ্যে ৭ জন টেকনোলজিস্ট ও ১১ জন চিকিৎসক ছিলেন। মেশিনটি পরিচালনার জন্য স্বাস্থ্য কর্মীদের মেশিন অপারেট করাসহ যাবতীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
কুমিল্লা মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. কান্তি প্রিয় দাশ জানান, করোনা পরীক্ষার জন্য আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার ও মঙ্গলবার ডেমো পরীক্ষা করা হবে। নমুনা সংগ্রহ হলে বুধবার (২৯ এপ্রিল) থেকে চূড়ান্তভাবে পরীক্ষা করতে পারব।
উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল আজাদ, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কুমিল্লা শাখার সভাপতি ডা. আব্দুল বাকি আনিস, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম এবং কুমিল্লা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।