কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের করোনা ইউনিটের নিচতলায় বিকট শব্দে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১৪ আগস্ট) দুপুর ২টার দিকে ওই ইউনিটের জরুরি বিভাগের পাশের রুমে এ ঘটনা ঘটে। এ সময় ওই ইউনিটে কর্তব্যরত চিকিৎসক, নার্স, কর্মচারী ও রোগীসহ তাদের স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় তারা ছোটাছুটি শুরু করে। বিষয়টি নিশ্চিত করেন কুমেক হাসপাতাল ও কুমিল্লা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন জানান, অক্সিজেন সিলিন্ডার লিক হয়ে হালকা আগুনের সূত্রপাত হয়। আগুনের বিষয়টি জানার পর রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় ধরনের কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে আসার আগেই হাসপাতালের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।