বিনোদন ডেস্ক:
‘মহাভারত’ দীপিকার প্রযোজনায় দ্বিতীয় ছবি। এর আগেও এ নিয়ে সিনেমা তৈরি হয়েছে বলিউডে, তবে এই ‘মহাভারত’ হবে আলাদা। কৃষ্ণ ছাড়া অসম্পূর্নটি সিনেমাটি। তাই ওই চরিত্রের জন্য অভিনেতা খোঁজছেন তিনি।
মহাভারতে দ্রৌপদীর ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। দৌপদীর মুখ দিয়েই মহাভারতের কথা শোনাবেন দীপিকা। মূল চরিত্রে তো থাকছেনই। সেই সঙ্গে প্রযোজনার দায়িত্বও নিজেই সামলাবেন। কিন্তু কৃষ্ণ ছাড়া মহাভারত অসম্পূর্ন। সিনেমাটির জন্য কৃষ্ণ খোঁজছেন তিনি।
শোনা যাচ্ছে, ‘গ্রিক গড’ হৃতিক রোশনকেই নাকি দেখা যাবে কৃষ্ণের চরিত্রে। ছবির আর এক প্রযোজক মধু মান্তেনা হৃতিকের ভালো বন্ধু। তিনিই নাকি অভিনেতাকে বলেছেন চরিত্রটি করার জন্য। যদিও হৃতিকের তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছুই জানা যায়নি।
দেশজুড়ে ‘বাহুবলী’ সিরিজ়ের সাফল্যের পর শোনা গিয়েছিল, পরিচালক এসএস রাজামৌলি এরপর মহাভারত নিয়েও ছবি করবেন। এই ম্যাগনাম ওপাসের সঙ্গে এক সময় জুড়ে গিয়েছিল আমির খানের নামও। তিনি নাকি নিজেই কৃষ্ণের চরিত্রটি করতে আগ্রহ প্রকাশ করেছিলেন সে সময়।