বিনোদন:
মার্কিন গায়িকা কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন মডেল জোশ ক্লস। তার অভিযোগ, ডার্ক হর্সের গায়িকা তাকে হতচকিত করে অন্তর্বাস টেনে নামিয়ে দেন। উদ্দেশ্য ছিল, কেটির বন্ধুমহল ও সমাগত সকলের সামনে তাকে নগ্ন করা।
ক্যাথরিন এলিজাবেথ হডসন ওরফে কেটি কিন্তু মার্কিন মডেলের আনা যৌন হেনস্থার অভিযোগ প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি। এছাড়া টিনএজ ড্রিম মিউজিক ভিডিওতে ‘অশালীন’ দৃশ্যে ধরা দিয়েছেন তিনি।