অন্তর্জাতিক ডেস্কঃ
কেনিয়ার নাইরোবিতে অভিজাত হোটেলে জিম্মিদশার অবসান ঘটেছে। অভিযান শেষে মোট নিহতের সংখ্যা ১৪ জন বলে জানিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা। হামলাকারীদের সরিয়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি। তবে কেনিয়ার রেডক্রস জানিয়েছে নিহতের সংখ্যা ২৪ জন। বিবিসি।
নিহতদের মধ্যে একজন মার্কিন নাগরিক রয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। রয়েছেন যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার এক দ্বৈত নাগরিকও।
স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে কেনিয়ার রাজধানী নাইরোবির একটি অভিজাত হোটেল ‘ডুজিট’ এ ঢুকে পড়ে কয়েকজন বন্দুকধারী। এরপর এলোপাথাড়ির গুলির শব্দ শোনা যায়। হোটেলটিতে সেসময় বিভিন্ন দেশের নাগরিকরা অবস্থান করছিলেন।
সোমালিয়া ভিত্তিক জঙ্গিসংগঠন আল-শাবাব হামলার দায় স্বীকার করেছে। এর আগেই এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করেন, কেনিয়ার সন্ত্রাস তদন্ত বিভাগের প্রধান জর্জ কিনোতি।