খেলাধূলা:
ব্যাটসম্যান হিসেবে এরই মধ্যে নিজেকে ইতিহাসের সেরাদের কাতারে নিয়ে গেছেন বিরাট কোহলি। কিন্তু অধিনায়ক হিসেবে তার অর্জন শূন্যের কোটায়। জাতীয় দলের অধিনায়ক হিসেবে ভারতের র্যাংকিং ধরে রাখতে পেরেছেন। কিন্তু ট্রফি জিততে পারেননি কোনো। আইপিএলে তার অবস্থা আরো খারাপ।
গত সাত মৌসুম ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়কত্ব করছেন। কিন্তু দলকে জেতাতে পারেননি কিছুই। গত মৌসুমে সেরা চারেও জেতে পারেনি বিরাট কোহলির দল। এবার ব্যাঙ্গালুরু নতুন কোচ ও নতুন কোচিং উপদেষ্টা নিয়ে কাজ করছে। দায়িত্বে এসেছেন সাইমন ক্যাটিচ ও মাইক হেসন।
অনেকে তাই মনে করছিলেন, এবার অধিনায়কও বদলাতে পারে দলটি। কিন্তু ক্যাটিচ ও হেসন দুজনই পরিষ্কার করে দিয়েছেন, তারা কোহলির ওপরই অধিনায়ক হিসেবে আস্থা রাখতে চান।