বিনোদন ডেস্কঃ
প্রখ্যাত কৌতুক অভিনেতা আনিসুর রহমান আনিসের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ মাগরিব ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ বল্লবপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এর আগে, প্রখ্যাত এই কৌতুক অভিনেতা গত রবিবার রাতে ১১টায় ঢাকার বাসভবনে ইন্তেকাল করেন। দক্ষিণ ভল্লবপুর জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে এলাকার জনপ্রতিনিধিসহ বিপুল সংখ্যক লোক অংশগ্রহণ করে। দাফনের সময় তার দুই মেয়ের একজন উপস্থিত ছিলেন। আরেকজন আমেরিকা প্রবাসী। এই কৌতুক অভিনেতা বেতার, টিভিসহ বিভিন্ন চলচ্চিত্র ও নাটকে অভিনয় করেছেন।
আনিসুর রহমান আনিস ১৯৬৪ সাল থেকে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হাসির খোরাক যুগিয়েছেন। তিনি এমন একজন অভিনেতা যিনি জীবনভর সবাইকে শুধু হাসিয়েছেন। এজন্য তাকে ‘হাসির রাজা’ বলাই যায়।