খেলাধূলা ডেস্কঃ
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের কাছে মসজিদে অজ্ঞাত বন্দুকধারীদের হামলার ঘটনায় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্ট বাতিল করা হয়েছে।
আগামীকাল শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল মাঠে এই টেস্ট শুরু হওয়ার কথা ছিল।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের টুইটার পেইজে দেয়া এক পোস্টে জানানো হয়, দুই দলের সম্মতিতে ১৬ই মার্চ থেকে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় টেস্টটি বাতিল করা হয়েছে।-বিবিসি