০৮ জানুয়ারী (মুরাদনগর বার্তা ডটকম), ডেস্ক রিপোর্ট:
ধর্ষণের অভিযোগে নায়িকা নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা মামলায় ক্রিকেটার রুবেল হোসেন ৪ সপ্তাহের জামিন শেষে আবারো জামিন নেয়ার জন্য আত্মসমর্পণ করলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বৃহস্পতিবার মহানগর হাকিম আনোয়ার ছাদাতের আদালতে ক্রিকেটার রুবেল আত্মসমর্পণমূলক জামিন আবেদন করলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে উঠতি নায়িকা হ্যাপি গত ১৩ ডিসেম্বর বিকাল ৪টা ৫ মিনিটে মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে।
পরে এ মামলায় গত বছরের ১৫ ডিসেম্বর হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন নেন ক্রিকেটার মো. রুবেল হোসেন।
বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি মো: আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে চার সপ্তাহের জামিন দেন।