জাতীয় ডেস্কঃ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে যখন যে দল ক্ষমতায় যায়, সেই দল নির্বাচন পদ্ধতিকে নিয়ন্ত্রণ করতে চায়।
শুক্রবার বিকেল ৫টায় ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সম্মেলন উপলক্ষে এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার দাবি করে দলীয় সরকারের অধিনে নির্বাচন ফিরিয়ে নিয়েছিল। সেটা ২০১৪ সালের ৫ জানুয়ারি এক তরফা নির্বাচন করে ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবার্চিত করে সরকার গঠন করেছে। আমরা নির্বাচন চাই। সেই নির্বাচন হতে হবে নির্দলীয় সহায়ক সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধিনে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, পৌর মেয়র মির্জা ফয়সল আমিন প্রমুখ।
আগামী ২৪ মে ঠাকুরগাঁও জেলা বিএনপির ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইত্তেফাক