বিনোদন ডেস্কঃ
বেশ কিছুদিন আগে বিনা ব্লাউজ শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন দেশি গার্ল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ট্রোলড হয়েছিলেন প্রিয়াঙ্কা। এবার ফের ট্রোলিংয়ের শিকার পিগি চপস। এবারও তিনি ট্রোলিংয়ের শিকার পোশাকের কারণেই।
সম্প্রতি নিউইয়র্কে নিজের বাড়ি থেকে বেরনোর সময় ছবি শিকারীদের ক্যামেরাবন্দি হন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক। সেখানে প্রিয়ঙ্কাকে কালো হেনলি, কালো ব্লেজারের সঙ্গে হাঁটু পর্যন্ত উঁচু কালো বুট ও খাকি হাফ প্যান্টে দেখা যায়। এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই, প্রিয়ঙ্কার খাকি প্যান্টকে আরএসএস-এর ইউনিফর্মের খাকি হাফ প্যান্টের সঙ্গে তুলনা শুরু হয়েছে।
এবার আগে ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সময় পোশাকের কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছিল প্রিয়ঙ্কাকে। শুনতে হয়েছিল, প্রধানমন্ত্রীর সঙ্গে বসে আছেন, পা-টা ঢেকে রাখা উচিত, নূন্যতম সাধারণ এই জ্ঞানটা আপনার থাকা উচিত।তবে সেই সব কটাক্ষকে যে তিনি বিশেষ পাত্তা দেন না তা বুঝিয়ে দিতে দেরি করেননি। নতুন একটি ছবি পোস্ট করে সমালোচনার উত্তর দিতে দেরি করেননি প্রিয়ঙ্কা চোপড়া।