মো:মোশাররফ হোসেন মনিরঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় “খান মুহাম্মদ মনির স্যোশাল এক্টিভিটিস্ ক্লাব” নামে নতুন একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। মানবতার কল্যানে নিবেদিত প্রাণ এই শ্লোগানকে ধারন করে ব্যাক্তিগত অনুদানে স্বেচ্ছাসেবকমূলক এ সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন মালয়েশিয়া প্রবাসী ও মেটেংঘর গ্রামের সন্তান খান মুহাম্মদ মনির।
শুক্রবার উপজেলার বাঙ্গরা বাজারের একটি হোটেলে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে এর আত্মপ্রাকাশের আনুষ্ঠানিকতা শুরু হয়।
“খান মুহাম্মদ মনির স্যোশাল এক্টিভিটিস্ ক্লাবের অন্যতম সদস্য ও বৃহত্তর কুমিল্লা ব্লাড ব্যাংকের সহ-সভাপতি জাকির খাঁনের সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন পান্ডুঘর দক্ষিন পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোস্তাফিজুর রহমান পারভেজ।
এ সময় আরো উপস্থিত ছিলেন,হিমেল আহম্মেদ, কামরুল হাছান, নিলয়, ইমরান, শাজারুল ইসলাম মাসুম ভূইয়া, রুবেল আম্মেদ প্রমূখ।