জাতীয় ডেস্ক:
নানা প্রতিকূল পরিবেশের মধ্যেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখে উৎসাহ পান বলে মন্তব্য করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া।
রবিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় রেজা কিবরিয়া বক্তব্য দিচ্ছিলেন।
রেজা কিবরিয়া আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে। আওয়ামী লীগ থেকে কয়েকবার মনোনয়ন চেয়ে না পেয়ে গত ৩০ ডিসেম্বরের নির্বাচনের আগে বিএনপিসহ ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেন। হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ নিয়ে নির্বাচন করে তিনি পরাজিত হন। পরবর্তী সময়ে তিনি ড. কামালের গণফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে রেজা কিবরিয়া বলেন, ‘বিএনপিতে অনেক সাহসী নেতাকর্মী আছে। আমার নির্বাচনের সময় দেখেছি। এজন্য তাদের ধন্যবাদ জানাই।’
জিয়াউর রহমান আজীবন প্রথম সারির মুক্তিযোদ্ধা হিসেবে থাকবেন এমন দাবি করে তিনি বলেন, ‘রাজনৈতিক কারণে তাকে (জিয়া) ছোট করলেও যারা এটা করছেন তাদের উচিত নিজেদের দিকে তাকানো। তারা তখন কী করেছেন সেটা দেখা।’
ঐক্য নিয়ে টক শো আর গণমাধ্যমের কথায় বিএনপির নেতাকর্মীদের ঘাবড়াতে বারণ করে রেজা কিবরিয়া বলেন, ‘যে যাই বলুক সময়মত দেখবেন আমাদের ঐক্য আছে কি না। যারা এসব বলছে তারা সেদিন জবাব পাবে।’