জাতীয় ডেস্কঃ
বেগম খালেদা জিয়া গত ২৮ অক্টোবর ঢাকা থেকে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের পরিদর্শনে যাওয়ার পথে ফেনীর মোহাম্মদ আলী বাজারের নিকট সাংবাদিকদের গাড়ি বহরে হামলার ঘটনায় কোর্ট পুলিশ পরিদর্শক এ কে এম নজিবুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ২০জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেছেন। মঙ্গলবার বিকেলে মামলাটি করা হয়।
মামলার আরর্জিতে কোর্ট পরিদর্শক উল্লেখ করেন, তিনি ঘটনাস্থলে ডিউটিরত অবস্থায় বিকেল ৫টা ১০ মিনিটে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়িসহ ১৫০টির অধিক গাড়ি ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ফেনীর মোহাম্মদ আলী বাজার অতিক্রম করে। অতিক্রমের ১৫-২০ মিনিট পর জানতে পারেন যে, খালেদা জিয়ার গাড়ি বহর ফেনী সার্কিট হাউজে পৌঁছেছে।
৫টা ৩০ মিনিট থেকে ৬টা ৩০ মিনিটে ৫-৭টি মাইক্রোবাস ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ফেনীর মোহাম্মদ আলী বাজার অতিক্রম করার পর ২০-৩০জন অজ্ঞাত নামা দুর্বৃত্ত গাড়িগুলোতে হামলা চালিয়ে ভাংচুর করেছে বলে তিনি এলাকার লোকজনের মুখে জানতে পারেন।
তিনি ভাংচুরের খবর পেয়ে তার ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুলামিয়া রাস্তার মাথা ও শর্শদী রাস্তার মাথায় এসে দেখেন যে, কিছু গ্লাস ভাঙ্গার টুকরা পড়ে আছে। আশেপাশের লোকজন তাকে জানায়, ২০-৩০জন অজ্ঞাত নামা দুর্বৃত্ত সাংবাদিকদের বহনকারী ৫-৭টি মাইক্রোবাসে হামলা করে গাড়ি ও ক্যামেরা ভাংচুর এবং গাড়ির ভেতর সাংবাদিকদের টানাহেঁচড়া করে। এ সময় আশেপাশের লোকজন দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
আরর্জিতে তিনি আরো উল্লেখ করেন, দীর্ঘদিন থেকে ফেনী জেলা বিএনপিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক বিএনপি দলীয় মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানুর গ্রুপ ও বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ভিপি জয়নাল আবেদীন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ফেনীর সার্কিট হাউজে যাত্রা বিরতীর প্রাক্কালে তার সাথে সাক্ষাতের বিষয় নিয়ে ২৭ অক্টোবর উক্ত ২ গ্রুপের মধ্যে নতুন মাত্রা যোগ হয়। উল্লেখিত অবস্থার প্রেক্ষিতে বিএনপি অভ্যন্তরীণ কোন্দলের ফলে যে কোন একটি গ্রুপের অজ্ঞাত নামা দুর্বৃত্তরা সাংবাদিকদের গাড়ি ভাংচুর করে বলে উল্লেখ করেন।
এ ঘটনায় অজ্ঞাত ২০জনকে আসামি করে কোর্ট পুলিশ পরিদর্শক নজিবুল ইসলাম বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।