ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

খালেদার গাড়ি বহরে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে : হানিফ

জাতীয় ডেস্কঃ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা দলটির পূর্বপরিকল্পিত। হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এনাম-আনার জনকল্যান ফাউন্ডেশন আয়োজিত, গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, এ ঘটনা সঙ্গে কারা জড়িত তা দেখতে চাই আমরা। কারা এ ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ইস্যু তৈরির চেষ্টা করেছেন তাও জানতে চাই। ঘটনা ঘটিয়ে রাজনৈতিক অঙ্গন কারা ঘোলা করতে চায় তা জানা প্রয়োজন।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, ফেনীতে সাংবাদিকদের গাড়িবহরে হামলা বিএনপির পূর্ব পরিকল্পিত। এর স্বপক্ষে তিনি বিএনপির চট্টগ্রাম মহানগরীর সভাপতি শাহাদাত্ হোসেনের একটি টেলিফোন রেকর্ডও শোনান।
তিনি বলেন, পরিকল্পিত হামলার মাধ্যমে বিএনপি সরকারের প্রতি দায় চাপিয়ে ঘোলাপানিতে মাছ শিকার করতে চেয়েছিল। প্রমাণ হয়েছে দলটি সবসময়ই ষড়যন্ত্র করে। হানিফ বলেন, খালেদা জিয়ার সফরকালে কোন ধরণের বিঘ্ন সৃষ্টি না হয় এবং তাদের সহায়তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে পরিষ্কার নির্দেশ দেয়া ছিল। এখানে আমাদের নেতাকর্মীদের মাথাব্যাথার কিছু নেই। তারা কেন যাবেন? তাদের এখানে যাওয়ার সুযোগ নেই।
ফাউন্ডেশনের চেয়ারম্যান আকরামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী কাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাবান মাহমুদ, ডেমরা থানা আ্ওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশউর রহমান মোল্লা সজল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ঝর্ণা মনি। অনুষ্ঠানে মেধাবী গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে সংবর্ধনা তুলে দেওয়া হয়।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

খালেদার গাড়ি বহরে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে : হানিফ

আপডেট সময় ০২:০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭
জাতীয় ডেস্কঃ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা দলটির পূর্বপরিকল্পিত। হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এনাম-আনার জনকল্যান ফাউন্ডেশন আয়োজিত, গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, এ ঘটনা সঙ্গে কারা জড়িত তা দেখতে চাই আমরা। কারা এ ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ইস্যু তৈরির চেষ্টা করেছেন তাও জানতে চাই। ঘটনা ঘটিয়ে রাজনৈতিক অঙ্গন কারা ঘোলা করতে চায় তা জানা প্রয়োজন।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, ফেনীতে সাংবাদিকদের গাড়িবহরে হামলা বিএনপির পূর্ব পরিকল্পিত। এর স্বপক্ষে তিনি বিএনপির চট্টগ্রাম মহানগরীর সভাপতি শাহাদাত্ হোসেনের একটি টেলিফোন রেকর্ডও শোনান।
তিনি বলেন, পরিকল্পিত হামলার মাধ্যমে বিএনপি সরকারের প্রতি দায় চাপিয়ে ঘোলাপানিতে মাছ শিকার করতে চেয়েছিল। প্রমাণ হয়েছে দলটি সবসময়ই ষড়যন্ত্র করে। হানিফ বলেন, খালেদা জিয়ার সফরকালে কোন ধরণের বিঘ্ন সৃষ্টি না হয় এবং তাদের সহায়তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে পরিষ্কার নির্দেশ দেয়া ছিল। এখানে আমাদের নেতাকর্মীদের মাথাব্যাথার কিছু নেই। তারা কেন যাবেন? তাদের এখানে যাওয়ার সুযোগ নেই।
ফাউন্ডেশনের চেয়ারম্যান আকরামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী কাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাবান মাহমুদ, ডেমরা থানা আ্ওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশউর রহমান মোল্লা সজল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ঝর্ণা মনি। অনুষ্ঠানে মেধাবী গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে সংবর্ধনা তুলে দেওয়া হয়।