জাতীয় ডেস্ক:
কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেলে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। শিগগির সাক্ষাতের অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হবে।
বৈঠক শেষে ঐক্যফ্রন্টের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নেতা আ স ম আবদুর রব বলেন, সভায় নেতারা খালেদা জিয়াকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে ড. কামাল হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদল খালেদা জিয়াকে দেখতে যাবে।
বর্তমান সরকারের আমলে বুয়েটের ছাত্র আবরারসহ যেসব হত্যাকাণ্ড ঘটেছে, তার বিচারের দাবিতে ঐক্যফ্রন্ট রক্তাক্ষরে গণস্বাক্ষর সংগ্রহ করবে বলে জানান আ স ম রব। তারপর তা জাতিসংঘসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থায় দেওয়া হবে।
মেননকে ড. কামালের ধন্যবাদ
নির্বাচনে ভোটাধিকার নিয়ে মহাজোট সরকারের অন্যতম শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বক্তব্য দেয়ায় তাকে ধন্যবাদ জানান গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
কামাল হোসেন বলেন, ‘দেরিতে হলেও উনি বলেছেন। আমি তো বারবার বলে যাচ্ছি, কেউ ভোট দিয়েছেন কি না। আমি এ পর্যন্ত একজনও পাইনি যিনি ভোট দিয়েছেন। তাই আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি ওভারকাম করলেন।’
গণফোরাম সভাপতি বলেন, ‘দেশে গণতন্ত্র থাকলে আমাদের মিটিং জনসভা করার অধিকার আছে। আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি এখনো পাইনি। আমরা যে ২২ অক্টোবর জনসভা করতে চাচ্ছি সেটার যেন দ্রুত অনুমতি দেওয়া হয়। কারণ ২১ অক্টোবর রাতে অনুমতি দিলে ২২ অক্টোবর সমাবেশ করা কঠিন।’ সমাবেশ কোনো বিরোধের জন্য নয়, সেখানে জনগণের কথা, ঐকমত্যের কথা তুলে ধরা হবে বলে জানান তিনি।
সভায় ঐক্যফ্রন্ট নেতা জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সুব্রত চৌধুরী, রেজা কিবরিয়া, বিএনপির ইকবাল হাসান মাহমুদ, জহির উদ্দিন স্বপন, নাগরিক ঐক্যর মমিনুল ইসলাম, জেএসডির তানিয়া রব ও আব্দুল মালেক রতন প্রমুখ উপস্থিত ছিলেন।