ঢাকা ০১:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় ফখরুল

জাতীয় ডেস্কঃ

গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আর কত মানবতা দেখাবো- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘কোনো সভ্য দেশের নেতার কাছ থেকে এমন কথা আশা করা যায় না।’

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনার সভার আয়োজন করা হয়।

ফখরুল বলেন, ‘আমরা খুব দুঃসময় অতিক্রম করছি। তবে আমরা বিশ্বাস করি অবশ্যই অন্ধকার কেটে যাবে। অবশ্যই একদিন নতুন সূর্য উদয় হবে। অবশ্যই বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন।’

মির্জা ফখরুল বলেন, অত্যন্ত দুঃখ আর কষ্টের সঙ্গে কথাগুলো বলতে হয়, রাজনীতি থেকে যখন জ্ঞান, উইজডম চলে যায়, আর সেখানে মাসেল, মানি এ জিনিসগুলো সামনে এসে দাঁড়ায়; তখন সে রাজনীতি ফলপ্রসূ কোনো কিছু দিতে পারে না।

তিনি বলেন, ফ্যাসিবাদের সাফল্য হচ্ছে তারা পুরো জাতির মাঝে ভয়, ত্রাস তৈরি করতে পারে। এখানে এখন আর সত্য, সুন্দর বলতে কিছু নেই আছে শুধু ভয়াবহতা, প্রতিহিংসা, অত্যাচার, নির্যাতন। তবে এখন আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হচ্ছে ঐক্য। আমাদের গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে

বিএনপি মহাসচিব বলেন, আজকে দেশনেত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ। যারা খালেদা জিয়ার চিকিৎসা করছেন সেই চিকিৎসকরা বলছেন বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দেশের বাইরে নিয়ে যেতে। কিন্তু বর্তমানে জোর করে ক্ষমতায় থেকে যিনি দেশ চালাচ্ছেন তিনি বলছেন, অনেক মানবতা দেখিয়েছি, আর কত মানবতা দেখাব। এটা কোনো সভ্য দেশের নেতার কথা হতে পারে না।

মির্জা ফখরুল বলেন, ‘যেই নেত্রী গণতন্ত্রের জন্য সারাটা জীবন সংগ্রাম করেছেন, সেই নেত্রীকে আজ উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না।

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এই মুহূর্তে আমাদের ঐক্য সবচেয়ে বেশি দরকার। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই দানব সরকারকে পরাজিত করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি কবি অধ্যাপক আব্দুল হাই শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ, কৃষকদ‌লের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় ফখরুল

আপডেট সময় ০১:৫৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১

জাতীয় ডেস্কঃ

গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আর কত মানবতা দেখাবো- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘কোনো সভ্য দেশের নেতার কাছ থেকে এমন কথা আশা করা যায় না।’

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনার সভার আয়োজন করা হয়।

ফখরুল বলেন, ‘আমরা খুব দুঃসময় অতিক্রম করছি। তবে আমরা বিশ্বাস করি অবশ্যই অন্ধকার কেটে যাবে। অবশ্যই একদিন নতুন সূর্য উদয় হবে। অবশ্যই বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন।’

মির্জা ফখরুল বলেন, অত্যন্ত দুঃখ আর কষ্টের সঙ্গে কথাগুলো বলতে হয়, রাজনীতি থেকে যখন জ্ঞান, উইজডম চলে যায়, আর সেখানে মাসেল, মানি এ জিনিসগুলো সামনে এসে দাঁড়ায়; তখন সে রাজনীতি ফলপ্রসূ কোনো কিছু দিতে পারে না।

তিনি বলেন, ফ্যাসিবাদের সাফল্য হচ্ছে তারা পুরো জাতির মাঝে ভয়, ত্রাস তৈরি করতে পারে। এখানে এখন আর সত্য, সুন্দর বলতে কিছু নেই আছে শুধু ভয়াবহতা, প্রতিহিংসা, অত্যাচার, নির্যাতন। তবে এখন আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হচ্ছে ঐক্য। আমাদের গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে

বিএনপি মহাসচিব বলেন, আজকে দেশনেত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ। যারা খালেদা জিয়ার চিকিৎসা করছেন সেই চিকিৎসকরা বলছেন বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দেশের বাইরে নিয়ে যেতে। কিন্তু বর্তমানে জোর করে ক্ষমতায় থেকে যিনি দেশ চালাচ্ছেন তিনি বলছেন, অনেক মানবতা দেখিয়েছি, আর কত মানবতা দেখাব। এটা কোনো সভ্য দেশের নেতার কথা হতে পারে না।

মির্জা ফখরুল বলেন, ‘যেই নেত্রী গণতন্ত্রের জন্য সারাটা জীবন সংগ্রাম করেছেন, সেই নেত্রীকে আজ উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না।

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এই মুহূর্তে আমাদের ঐক্য সবচেয়ে বেশি দরকার। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই দানব সরকারকে পরাজিত করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি কবি অধ্যাপক আব্দুল হাই শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ, কৃষকদ‌লের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।