জাতীয় ডেস্কঃ
মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণের বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহরে ২০ টি গাড়ির অনুমতি দেয় প্রশাসন। ফলে ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা দলের অন্যান্য নেতাকর্মীরা ক্যাম্পে যেতে পারেনি।
আজ সোমবার কক্সবাজার থেকে উখিয়া যাওয়ার পথে এ বিধিনিষেধ আরোপ করে প্রশাসন।
পরে খালেদা জিয়া ২০টি গাড়ি নিয়েই উখিয়া যান। সেখানে তার সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ডা. জাহিদ হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, শামছুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, আমান উল্লাহ আমান, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, খাইরুল কবির খোকন, শ্যামা উবায়েদ, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মাহবুবের রহমান শামীম, ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, কাজী আলাউদ্দিন, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, ছাত্রদল সভাপতি রাজিব আহসান, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইনসহ বিএনপি ও অঙ্গ দলের শীর্ষ নেতারা।