জাতীয় ডেস্কঃ
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আন্দোলনে ব্যর্থ হওযায় খালেদা জিয়া নেতাদের উপর আস্থা হারিয়েছেন। তাই নিজেই আন্দোলনে নামার কথা বলছেন।
বৃহস্পতিবার বিকেলে পাবলিক লাইব্রেরী ভি আই পি সেমিনার কক্ষে জাতীয় জাগরণে নজরুল শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই আলোচনা সভার আয়োজন করে।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির মিছিল মিটিং সমাবেশে নিজেদের মধ্যে মারামারি হয় বেশি। তাই পুলিশ তাদের সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি দেয় নি। এতে তাদের উপকারই হয়েছে।
তিনি আরো বলেন, অপরাজনীতি ও মৌলবাদ থেকে সমাজকে রক্ষা করতে সাংস্কৃতিক চর্চার ব্যাপকতা প্রয়োজন। নজরুল দর্শন বাংলার সংস্কৃতিতে অনন্য মাত্রা যোগ করেছে। তিনি লেখনীর মাধ্যমে জনজাগরণ সৃষ্টি করেছেন। মানুষকে স্বাধীনতার প্রতি উদ্বুদ্ধ করেছেন। বঙ্গবন্ধু স্বাধীনতার পরবর্তী সময়ে কাজি নজরুলকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন বলেও জানান তিনি।
জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির সিনিয়র ভাইস চেয়ারম্যান অরুণ সরকার রানার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সংসদ সদস্য কবি কাজী রোজী, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি এ্যাড. আসাদুজ্জামান দুর্জয়, কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, কবি অসিম শাহা, ছড়াকার আসলাম সানী প্রমুখ।
ইত্তেফাক/