ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘খাশোগির টুকরো দেহ সৌদি দূতাবাসের চুলায় পোড়ানো হয়’

 অন্তর্জাতিক ডেস্কঃ

নিহত সাংবাদিক জামাল খাশোগির টুকরো দেহাবশেষ সৌদি কনস্যুলেট জেনারেলের বাসভবনে বড় চুলায় পোড়ানো হয়েছে। এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম আল-জাজিরা।

তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে, তুরস্কের সৌদি দূতাবাসে জামাল খাশোগিকে হত্যার পর তার টুকরা করা দেহাবশেষ, নিকটে অবস্থিত সৌদি জেনারেলের বাসভবনে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে ওই বড় চুলায় পোড়ানো হয়। দূতাবাস থেকে ওই সৌদি জেনারেলের বাসভবনের দূরত্ব কয়েক শ’ মিটার।

সৌদি জেনারেলের বাসভবনে বড় চিলা নির্মাণকারী ব্যক্তি আল-জাজিরাকে সাক্ষাৎকারে এক বিবৃতিতে জানায়, চুলাটি সৌদি কনসালের নির্দেশ মোতাবেক তৈরি করা হয়েছে। চুলাটি গভীর এবং এমনভাবে তৈরি করা হয়েছে যা ১ হাজার ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা সহ্য করতে পারে-যা লোহা গলে যাওয়ার জন্য যথেষ্ট।

‘খাশোগির টুকরো দেহ সৌদি দূতাবাসের চুলায় পোড়ানো হয়’

এছাড়া তুরস্কের তদন্তকারীরা সৌদি দূতাবাসের বাসভবনের দেয়ালে খাশোগির রক্তের নমুনা পেয়েছেন বলে আল-জাজিরার খবরে বলা হয়েছে।

তথ্যচিত্রটি নিরাপত্তা কর্মকর্তা, রাজনীতিবিদ এবং খাশোগির তুরস্কের কয়েকজন বন্ধুর সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ২ অক্টোবর তুরস্কের সৌদি দূতাবাসে খুন হন সাংবাদিক জামাল খাশোগি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে “ওয়াকিাথন” এবং কল্যান রাষ্ট্রগঠনে মুক্ত আড্ডা

‘খাশোগির টুকরো দেহ সৌদি দূতাবাসের চুলায় পোড়ানো হয়’

আপডেট সময় ১০:২৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯
 অন্তর্জাতিক ডেস্কঃ

নিহত সাংবাদিক জামাল খাশোগির টুকরো দেহাবশেষ সৌদি কনস্যুলেট জেনারেলের বাসভবনে বড় চুলায় পোড়ানো হয়েছে। এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম আল-জাজিরা।

তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে, তুরস্কের সৌদি দূতাবাসে জামাল খাশোগিকে হত্যার পর তার টুকরা করা দেহাবশেষ, নিকটে অবস্থিত সৌদি জেনারেলের বাসভবনে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে ওই বড় চুলায় পোড়ানো হয়। দূতাবাস থেকে ওই সৌদি জেনারেলের বাসভবনের দূরত্ব কয়েক শ’ মিটার।

সৌদি জেনারেলের বাসভবনে বড় চিলা নির্মাণকারী ব্যক্তি আল-জাজিরাকে সাক্ষাৎকারে এক বিবৃতিতে জানায়, চুলাটি সৌদি কনসালের নির্দেশ মোতাবেক তৈরি করা হয়েছে। চুলাটি গভীর এবং এমনভাবে তৈরি করা হয়েছে যা ১ হাজার ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা সহ্য করতে পারে-যা লোহা গলে যাওয়ার জন্য যথেষ্ট।

‘খাশোগির টুকরো দেহ সৌদি দূতাবাসের চুলায় পোড়ানো হয়’

এছাড়া তুরস্কের তদন্তকারীরা সৌদি দূতাবাসের বাসভবনের দেয়ালে খাশোগির রক্তের নমুনা পেয়েছেন বলে আল-জাজিরার খবরে বলা হয়েছে।

তথ্যচিত্রটি নিরাপত্তা কর্মকর্তা, রাজনীতিবিদ এবং খাশোগির তুরস্কের কয়েকজন বন্ধুর সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ২ অক্টোবর তুরস্কের সৌদি দূতাবাসে খুন হন সাংবাদিক জামাল খাশোগি।