জাতীয় :
খুলনায় ৩৯ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ সময় এসএম মামুন (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
শনিবার দুপুরে নগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামুন বাগেরহাট সদর উপজেলার পাইকপাড়া গ্রামের এসএম মতলেবের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, শনিবার দুপুর দেড়টার দিকে নগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে ৩৯ লাখ টাকার জাল নোটসহ মামুনকে গ্রেফতার করা হয়। মামুনের কাছ থেকে জব্দকৃত সবগুলোই ১ হাজার টাকার নোট।
নগরীর লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে নগরীর খালিশপুর থানা এলাকা থেকে জাল টাকা তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে চার হাজার টাকার জাল নোট, তিনটি কালার প্রিন্টার, একটি লেমিনেটিং মেশিন, একটি ল্যাপটপ, একটি টাকা তৈরি করার ডিজিটাল প্লেট, ছয়টি বোতলে (রিফিল) কালি এবং সাদা রঙের দুই বান্ডিল ট্রেস পেপার জব্দ করা হয়।