নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার কালাডুমুর গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. মামুন (২৭), আক্কাস আলীর ছেলে তজুমুদ্দিন (২৫), মৃত সোবহান মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (৩৬) ও চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামের আলী আহাম্মদ এর ছেলে মো. খলিল (৩২)।
হাইওয়ে পুলিশের ভবেরচর ফাঁড়ি ইন-চার্জ (সার্জেন্ট) মো. সাইফুল ইসলাম জানান- বুধবার বিকেলে ঢাকা থেকে কুমিল্লাগামী পিকআপ ভ্যানটি আলীপুরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চার যাত্রী মারা যান। এসময় আহত হন আরো তিনজন। আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।