জাতীয় ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণঅভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকারকে হটিয়ে নতুন বছরে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করে বলেছেন, জনগণের বৃহত্তর ঐক্য, রাজনৈতিক দলগুলোর ঐক্যের মাধ্যমে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করতে হবে। এ লক্ষ্যেই আমরা কাজ করছি। ইনশাআল্লাহ, আমরা সফল হবো বলে বিশ্বাস করি।
গতকাল শুক্রবার জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি আমান উল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল, আজিজুল বারী হেলাল, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ছাত্রদলের বর্তমান সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ। সেখানে ফাতেহা পাঠ করে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ছাত্রদল নেতাকর্মীরা। এর আগে সকাল ১১টা থেকে বিভিন্ন এলাকার ছাত্রদল নেতাকর্মীরা নানা রকমের ব্যানার-ফেস্টুন নিয়ে শেরেবাংলা নগরে জিয়ার মাজারস্থলে জড়ো হন।
মির্জা ফখরুল আরো বলেন, প্রতি বছরই বিএনপি শক্তি সঞ্চয় করছে। নতুন বছরেই গণতন্ত্র ফিরে পাবে দেশের মানুষ। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ সরকারের দখলদারি মেনে নেবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে, গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে যাবে বিএনপি।