ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গণ গ্রেফতার করে সরকার তড়িঘড়ি নির্বাচন দিতে পারে: নজরুল

জাতীয় ডেস্কঃ

আমাদের নেতাকর্মীদের গণ গ্রেফতার করে সরকার তড়িঘড়ি একটা নির্বাচন দিয়ে দিতে পারে বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন।

শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নগরীর কাজীর দেউড়িস্থ ভিআইপি ব্যাঙ্কুইট হলে এ সমাবেশ হয়।

নজরুল ইসলাম বলেন, এদেশে প্রশাসনের সহযোগিতায় ভোট কেন্দ্র দখল করে জালভোট দিয়ে আওয়ামী লীগ নজির স্থাপন করেছে। হয়তো এবারও তারা আমাদের নেতা কর্মীদের গণ গ্রেফতার করে তড়িঘড়ি একটা নির্বাচন দিয়ে দিতে পারে। আওয়ামী লীগের এ ষড়যন্ত্রের ব্যাপারে নেতাকর্মীসহ দেশবাসীকে সতর্ক থাকতে হবে।

আন্দোলনের পাশাপাশি নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা যারা বিএনপির রাজনীতি করি। আমরা কোনও বিপ্লবী বা বিদ্রোহী দল না, কিংবা আন্ডারগ্রাউন্ড কোনও দল না। ষড়যন্ত্র করে বিএনপি কখনোই ক্ষমতায় আসেনি।

বিএনপির এ প্রবীণ নেতা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে মানুষের বাক স্বাধীনতা হরণ করে বাকশাল কয়েম করেছিল। আর জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের স্বাধীনতা ফেরত দিয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় এসে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে। বেগম জিয়া ক্ষমতায় গিয়ে সে স্বাধীনতা ফেরত দিয়েছে। এখানেই বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, এমএ নাজিম উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, হারুনুর রশীদ প্রমুখ বক্তব্য রাখেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরন অনুষ্ঠিত

গণ গ্রেফতার করে সরকার তড়িঘড়ি নির্বাচন দিতে পারে: নজরুল

আপডেট সময় ০১:৪৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭
জাতীয় ডেস্কঃ

আমাদের নেতাকর্মীদের গণ গ্রেফতার করে সরকার তড়িঘড়ি একটা নির্বাচন দিয়ে দিতে পারে বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন।

শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নগরীর কাজীর দেউড়িস্থ ভিআইপি ব্যাঙ্কুইট হলে এ সমাবেশ হয়।

নজরুল ইসলাম বলেন, এদেশে প্রশাসনের সহযোগিতায় ভোট কেন্দ্র দখল করে জালভোট দিয়ে আওয়ামী লীগ নজির স্থাপন করেছে। হয়তো এবারও তারা আমাদের নেতা কর্মীদের গণ গ্রেফতার করে তড়িঘড়ি একটা নির্বাচন দিয়ে দিতে পারে। আওয়ামী লীগের এ ষড়যন্ত্রের ব্যাপারে নেতাকর্মীসহ দেশবাসীকে সতর্ক থাকতে হবে।

আন্দোলনের পাশাপাশি নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা যারা বিএনপির রাজনীতি করি। আমরা কোনও বিপ্লবী বা বিদ্রোহী দল না, কিংবা আন্ডারগ্রাউন্ড কোনও দল না। ষড়যন্ত্র করে বিএনপি কখনোই ক্ষমতায় আসেনি।

বিএনপির এ প্রবীণ নেতা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে মানুষের বাক স্বাধীনতা হরণ করে বাকশাল কয়েম করেছিল। আর জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের স্বাধীনতা ফেরত দিয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় এসে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে। বেগম জিয়া ক্ষমতায় গিয়ে সে স্বাধীনতা ফেরত দিয়েছে। এখানেই বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, এমএ নাজিম উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, হারুনুর রশীদ প্রমুখ বক্তব্য রাখেন।