আন্তর্জাতীক ডেস্কঃ
ভারতে গত ২৪ ঘণ্টায় করনা ভাইরাসে নতুন করে একশ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৬৭ জন। শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৯৭০ জন। মারা গেছেন ২ হাজার ৬৪৯ জন । এছাড়া সুস্থ হয়েছেন ২৭,৯২০ জন। এদিকে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঙ্গিত দিয়েছেন যে, আগামী ১৭ মে তারিখের পরেও উঠছে না ভারতের লকডাউন। ১৮ মে থেকে দেশে জারি হবে লকডাউন ৪.০।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, লকডাউন ৪.০ এর সময় যাত্রীসংখ্যা সীমিত রেখে শুরু করা হতে পারে বাস, ট্যাক্সি ও অটো চলাচল। তবে সব যানবাহনই চলবে করোনা ভাইরাসের হটস্পট নয় এমন জায়গাতেই। মূলত নন-কনটেইনমেন্ট জোনগুলিতেই চলাচল করবে সেগুলো। জানা গেছে, ভারত সরকার আগামী সপ্তাহ থেকেই দেশের মধ্যে বিমান চলাচল শুরু করার পরিকল্পনাও করছে।