জাতীয় ডেস্ক:
গাজীপুরে একটি ফ্যান তৈরির কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে ১০ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই কারখানার শ্রমিক বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
রবিবার সন্ধ্যা ছয়টার দিকে সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কেশোর্তা এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। দুর্ঘটনার সময় কারখানাটিতে ১০ জন শ্রমিকই কাজ করছিলেন। তারা সবাই ঘটনাস্থলেই মারা যান।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ জানান, সন্ধ্যা ছয়টার দিকে গাজীপুর সদর উপজেলার কেশোর্তা এলাকায় লাক্সারি ফ্যান তৈরির কারখানার তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও ফায়ার সার্ভিস কিছু জানাতে পারেনি।