ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গান ছাড়লেন নিকি মিনাজ

বিনোদন ডেস্ক:

সংগীত জগত থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মার্কিন গায়িকা নিকি মিনাজ। টুইটারে এ কথা জানিয়েছেন তিনি। পরিবারের প্রতি নজর দিতেই তার এই সিদ্ধান্ত বলে জানান নিকির। বলেন, পার্টনার কেনেথ জু পেটির সঙ্গে তিনি এবার সংসার শুরু করতে চান।

টুইটারে নিকি লিখেছেন, ‘অবসরের সিদ্ধান্ত নিয়েছি। ঠিক করেছি পরিবারের সঙ্গে থাকব। জানি আপনারা এবার খুশি হবেন। তবে ভক্তরা আমাকে বার্তা পাঠিয়ে যাবেন যতদিন আমি বাঁচব।’

নিকির এই ঘোষণায় হতবাক ভক্তরা। এর আগে কখনও অবসর নেয়ার চিন্তাভাবনার বিষয়ে কিছু জানান এই জনপ্রিয় গায়িকা। আচমকা তার অবসরে বিমর্ষ হয়ে পড়েছেন ভক্তরা। কারণ নতুন একটি অ্যালবাম করবেন বলে কয়েকদিন আগে ইঙ্গিত দিয়েছিলেন নিকি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে তিনজনকে কুপিয়ে জখম বাড়ি ভাঙচুর

গান ছাড়লেন নিকি মিনাজ

আপডেট সময় ০৩:০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯
বিনোদন ডেস্ক:

সংগীত জগত থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মার্কিন গায়িকা নিকি মিনাজ। টুইটারে এ কথা জানিয়েছেন তিনি। পরিবারের প্রতি নজর দিতেই তার এই সিদ্ধান্ত বলে জানান নিকির। বলেন, পার্টনার কেনেথ জু পেটির সঙ্গে তিনি এবার সংসার শুরু করতে চান।

টুইটারে নিকি লিখেছেন, ‘অবসরের সিদ্ধান্ত নিয়েছি। ঠিক করেছি পরিবারের সঙ্গে থাকব। জানি আপনারা এবার খুশি হবেন। তবে ভক্তরা আমাকে বার্তা পাঠিয়ে যাবেন যতদিন আমি বাঁচব।’

নিকির এই ঘোষণায় হতবাক ভক্তরা। এর আগে কখনও অবসর নেয়ার চিন্তাভাবনার বিষয়ে কিছু জানান এই জনপ্রিয় গায়িকা। আচমকা তার অবসরে বিমর্ষ হয়ে পড়েছেন ভক্তরা। কারণ নতুন একটি অ্যালবাম করবেন বলে কয়েকদিন আগে ইঙ্গিত দিয়েছিলেন নিকি।