জাতীয় ডেস্কঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, গৃহবন্দি প্রধান বিচারপতির সঙ্গে তার কোনো আত্মীয়স্বজন সাক্ষাৎ করতে পারছেন না। তার বাসার টেলিফোন সংযোগও বিচ্ছিন্ন।
তিনি বলেন, প্রধান বিচারপতির অসুস্থতার কথা বলে, তার অসম্মতিতেই এক মাসের ছুটি ঘোষণা করা হয়েছে।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে তিনি বলেন, আইনমন্ত্রীর প্রদর্শিত প্রধান বিচারপতির ছুটির আবেদনটি ভুয়া।
মওদুদ আহমদ বলেন, আবেদনের চিঠিতে পাঁচটির মতো বানান ভুল রয়েছে। একই সঙ্গে প্রধান বিচারপতির যে স্বাক্ষর রয়েছে তাও তার না। এটি জালিয়াতি ছাড়া আর কিছুই নয়।
এসময় প্রধান বিচারপতিকে গৃহবন্দি করে বিচার বিভাগের সমাধি রচনা করা হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এ সিনিয়র নেতা।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া।
সেমিনারে শিক্ষায় বিশেষ অবদানের জন্য পিয়াস করীম, প্রফেসর ড. এমাজউদ্দিন আহমদ ও অধ্যক্ষ মাহমুদা খাতুনকে সম্মাননা প্রদান করা হয়।