জাতীয় ডেস্কঃ
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে সেখানকার মানুষের পাশে দাঁড়িয়ে সব ধরনের সহযোগিতা করতে দলের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সকালে এক বিবৃতিতে একথা বলেন তিনি।
চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশ মোতাবেক দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন বিএনপির মহাসচিব। ফখরুল বলেন, নিজেরা (নেতাকর্মীরা) সতর্ক থেকে সর্বসাধারণের পাশে দাঁড়াতে হবে।
দলীয় সূত্র জানায়, ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছেন বিএনপির সিনিয়র নেতারা। পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নেতাকর্মীদের সতর্ক থেকে সাধারণের পাশে থাকতে বলা হয়েছে।
এদিকে ‘মোরা’র আঘাতের পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বিএনপি।
আজ ভোর থেকেই ঘূর্ণিঝড় ‘মোরা’ চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে শুরু করে। ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে টেকনাফ-সেন্টমার্টিনে বেশ কিছু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, উপড়ে পড়েছে গাছপালা।
ইত্তেফাক