শামীম আহম্মেদ, মুরাদনগরঃ
আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি বলেছেন, যে জাতি ৩০ লক্ষ মানুষ রক্ত দেয়, দুই লক্ষ মা-বোনের ইজ্জত হারায়, তার স্বাধীনতার জন্য সে জাতিকে কেউ দমিয়ে রাখার সুযোগ নেই। সকল চক্রান্ত মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য ভিশন ২০২১ ঘোষণা করেছেন। সে লক্ষ বাস্তবায়নের জন্য আমাদের বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষনকে আন্তর্জাতিক স্বীকৃতি মেমোরি অব দি ওয়াল্ড ডকুমেন্টারি হেরিটেজ স্বীকৃতি হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে আমরা আরো একটি বিজয় ছিনিয়ে এনেছি।
আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি শনিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের মহিলা এমপি আরমা দত্ত, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা হানিফ সরকার ও মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম।
ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি আরো বলেন, মুরাদনগর এগুলে বাংলাদেশ এগুবে। মুরাদনগরের উন্নয়নে আমাকে দলমত নির্বিশেষে সহযোগিতা করুন। অবহেলিত মুরাদনগর এখন উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মুরাদনগরে ব্যাপক উন্নয়ন হয়েছে। বতমানেও হচ্ছে, আগামীতেও হবে ইনশাল্লাহ। আপনারা সবাই আমার পাশে থেকে মুরাদনগরের মানুষের সেবার সুযোগ করে দিতে হবে।