জাতীয় ডেস্কঃ
নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আগামী ২৭ অক্টোবর বিকালে লালদীঘির মাঠে জনসভা করার ঘোষণা প্রদান করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ১৩ অক্টোবর রাতভর বৃষ্টি হয়। সেইসঙ্গে বিকট শব্দে বজ্রপাতও হয়েছে। এ বজ্রপাতের ঘটনাকে বোমা বিস্ফোরণ হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করে দায়েরকৃত মামলায় বিএনপি নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে।
গতকাল সোমবার সকালে মহানগর বিএনপি আয়োজিত সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর লিখিত বক্তব্যে বলেন, নগরীর বায়েজিদ বোস্তামি এলাকার চার নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়া বাকলিয়া এলাকার বাসিন্দা জসিমউদ্দিন নামে এক নেতার মৃত্যু হয়েছে গতবছরের ১০ অক্টোবর। কয়েকদিন আগে সেই মৃত ব্যক্তির নামেও মামলা করা হয়েছে।