ধর্ম ও জীবন ডেস্কঃ
দেশের আকাশে আজ সোমবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেছে।মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (৭ মে)। ১ জুন শনিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।
রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফাউন্ডেশনের চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, চাঁদপুরসহ বিভিন্ন জেলা অফিসের উপ-পরিচালকরা চাঁদ দেখার সংবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, আজ রাতে এশার পর তারাবি নামায পড়বেন মুসলমানরা। ভোর রাতে সেহরি খেয়ে আগামীকাল রোজা রাখবেন। এদিকে সৌদি আরবে আজ সোমবার থেকে রোজা শুরু হয়েছে।