জাতীয় ডেস্কঃ
দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই বুধবার পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মুকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের পাশাপাশি ৬৪ জেলার তথ্য বিশ্লেষণ করা হয়। এছাড়া মহাকাশ গবেষণা কেন্দ্র ও আবহাওয়া অফিসের তথ্য বিশ্লেষণ করা হয়।
বৈঠকে শেষে ধর্ম প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের ৬৪ জেলা থেকে খবর নেওয়া হয় কোথাও শাওয়ালের চাঁদ দেখা গেছে কি না। সব জায়গা থেকেই চাঁদ দেখতে না পাওয়ার খবর পাওয়া যায়।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে আজ পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে।