ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চাদে বোকো হারামের হামলায় ৫০ মৎস্যজীবী নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

আফ্রিকা মহাদেশের ক্যামেরুন-চাদের সীমান্তে অবস্থিত চাদ হ্রদের একটি দ্বীপে সন্দেহভাজন বোকো হারাম জঙ্গিদের হামলায় অন্তত ৫০ মৎস্যজীবী নিহত হয়েছেন।

হামলা থেকে রক্ষা পাওয়া এক ব্যক্তির উদ্ধৃতি দিয়ে স্থানীয় মেয়র আলী রমত বিবিসিকে বলেন, গত ২২ ডিসেম্বর সেখানে হামলার ঘটনা ঘটে। ব্যবসায়ীর ছদ্মবেশে আসা জঙ্গিরা মৎস্যজীবীদের ওপর হামলা চালায়।

ক্যামেরুনের সর্ব উত্তরাঞ্চলের শহর ডারাকের মেয়র রমত জানান, নিহতদের মধ্যে অন্তত ২০ জন ক্যামেরুনের নাগরিক, তারা হ্রদে মাছ ধরার কাজে নিয়োজিত ছিল। এছাড়া হামলার পরে আরো অনেকে নিখোঁজ রয়েছেন। সীমান্তে হামলার খবর নিশ্চিত করেছেন আঞ্চলিক গভর্নর মিডজিয়াওয়া বেকারি।

মেয়র রমত আরো জানান, চাদের সেনারা টহল দেওয়া বন্ধ করার পর থেকে হ্রদের ওই অংশটি বোকো হারামের তৎপরতাস্থল হয়ে উঠেছে। ওই এলাকায় টহল দেওয়ার মতো সক্ষমতা চাদ হ্রদ অঞ্চলের পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত আঞ্চলিক কোনো বাহিনী নেই।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে তিনজনকে কুপিয়ে জখম বাড়ি ভাঙচুর

চাদে বোকো হারামের হামলায় ৫০ মৎস্যজীবী নিহত

আপডেট সময় ০৩:১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০

আন্তর্জাতিক ডেস্ক:

আফ্রিকা মহাদেশের ক্যামেরুন-চাদের সীমান্তে অবস্থিত চাদ হ্রদের একটি দ্বীপে সন্দেহভাজন বোকো হারাম জঙ্গিদের হামলায় অন্তত ৫০ মৎস্যজীবী নিহত হয়েছেন।

হামলা থেকে রক্ষা পাওয়া এক ব্যক্তির উদ্ধৃতি দিয়ে স্থানীয় মেয়র আলী রমত বিবিসিকে বলেন, গত ২২ ডিসেম্বর সেখানে হামলার ঘটনা ঘটে। ব্যবসায়ীর ছদ্মবেশে আসা জঙ্গিরা মৎস্যজীবীদের ওপর হামলা চালায়।

ক্যামেরুনের সর্ব উত্তরাঞ্চলের শহর ডারাকের মেয়র রমত জানান, নিহতদের মধ্যে অন্তত ২০ জন ক্যামেরুনের নাগরিক, তারা হ্রদে মাছ ধরার কাজে নিয়োজিত ছিল। এছাড়া হামলার পরে আরো অনেকে নিখোঁজ রয়েছেন। সীমান্তে হামলার খবর নিশ্চিত করেছেন আঞ্চলিক গভর্নর মিডজিয়াওয়া বেকারি।

মেয়র রমত আরো জানান, চাদের সেনারা টহল দেওয়া বন্ধ করার পর থেকে হ্রদের ওই অংশটি বোকো হারামের তৎপরতাস্থল হয়ে উঠেছে। ওই এলাকায় টহল দেওয়ার মতো সক্ষমতা চাদ হ্রদ অঞ্চলের পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত আঞ্চলিক কোনো বাহিনী নেই।