চান্দিনা (কুমিল্লা)প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় ৮ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী কে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার মাইজখার ইউনিয়নের বামনীখলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মনিরুল ইসলাম চৌধুরির নেতৃত্বে সঙ্গী ও ফোর্স নিয়ে তাদের আটক করা হয়।
আটকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বামনীখলা গ্রামের খলিলুর রহমানের ছেলে ইয়াকুব হোসেন (২৬) সুনামগঞ্জ জেলার কোনাগাও গ্রামের মৃত আবু ছাদেক এর ছেলে রাসেল মিয়া(৩৫) ও রানীচড়া গ্রামের মৃত আবুল কাসেম এর ছেলে মো.হাসান(২৭)।
এ ব্যাপারে চান্দিনা থানার এস.আই মনিরুল ইসলাম জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং তাদেরকে কুমিল্লা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।