ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চান্দিনায় আগুনে ৩২টি দোকান পুড়ে তিন কোটি টাকার ক্ষতি

মো: নাজিম উদ্দিনঃ

১৩ ফেব্রুয়ারী ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):

কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের বাজরে জনতা ব্যাংক সংলগ্ন বাবুন চৌধুরী মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ৩২টি ব্যবসায় প্রতিষ্ঠান  পুড়ে ছাই হয়ে যায়।
বৃহস্পতিবার রাত ১০টায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে চান্দিনা ফায়ার স্টেশন তাতক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে। পরে কুমিল্লা ও দাউদকান্দি ফায়ার স্টেশনের দমকল কর্মীরাও আগ্নিকান্ড নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী, পুলিশ ও বিজিবি’র সহায়তায় দমকল কর্মীরা আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষণে ৩২টি ব্যবসা প্রতিষ্ঠান সর্ম্পূন ভষ্মিভূত হয়ে প্রায় ত কোটি  টাকার ক্ষয়ক্ষতি হয়। আগুনের সূত্রপাত জানাযায়নি।

আগুনে পুড়ে যাওয়া দোকান গুলোর মধ্যে রয়েছে  সুফিয়া বস্ত্রালয়, পপুলার হার্ডওয়্যার, মাহি ব্যাগ হাউস, রফিক সুজ,মামুন কসমেটিক্স,জামাল কসমেটিক্স, আরাফাত সুজ,মামুন সুজ,এরশাদ সুজ,ওরনা হাউজ,মুসলিমা বস্ত্রালয়,তমা ফ্যাশন,নাহিদা ফ্যাশন, অমর লন্ড্রি,সাইফ স্টেশনারী,মেরী কসমেটিক্স, মা জননী সুজ,রাফী সুজ,ঐশী সুজ,মাষ্টার হোমিও, পরিমল সুজ, সূচী কসমেটিক্স,মা তৈয়েবী কসমেটিক্স, জাহানারা সুজ,রেজভিয়া কসমেটিক্স, শাওন সুজ, সরকার সুজ,আরাফাত কসমেটিক্স,সোহেল সুজসহ  আরও কিছু ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

চান্দিনা ফায়ার স্টেশন এর স্টেশন অফিসার ইয়াছিন প্রধানীয়া জানান, বৃহস্পতিবার রাত ১০টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। চান্দিনা, কুমিল্লা ও দাউদকান্দি ফায়ার স্টেশনের দমকল কর্মীরা দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হয়।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মুরাদনগর উপজেলা বিএনপির ১৭ বছর পর বিজয় দিবস উদযাপন

চান্দিনায় আগুনে ৩২টি দোকান পুড়ে তিন কোটি টাকার ক্ষতি

আপডেট সময় ০৯:২০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৫

মো: নাজিম উদ্দিনঃ

১৩ ফেব্রুয়ারী ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):

কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের বাজরে জনতা ব্যাংক সংলগ্ন বাবুন চৌধুরী মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ৩২টি ব্যবসায় প্রতিষ্ঠান  পুড়ে ছাই হয়ে যায়।
বৃহস্পতিবার রাত ১০টায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে চান্দিনা ফায়ার স্টেশন তাতক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে। পরে কুমিল্লা ও দাউদকান্দি ফায়ার স্টেশনের দমকল কর্মীরাও আগ্নিকান্ড নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী, পুলিশ ও বিজিবি’র সহায়তায় দমকল কর্মীরা আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষণে ৩২টি ব্যবসা প্রতিষ্ঠান সর্ম্পূন ভষ্মিভূত হয়ে প্রায় ত কোটি  টাকার ক্ষয়ক্ষতি হয়। আগুনের সূত্রপাত জানাযায়নি।

আগুনে পুড়ে যাওয়া দোকান গুলোর মধ্যে রয়েছে  সুফিয়া বস্ত্রালয়, পপুলার হার্ডওয়্যার, মাহি ব্যাগ হাউস, রফিক সুজ,মামুন কসমেটিক্স,জামাল কসমেটিক্স, আরাফাত সুজ,মামুন সুজ,এরশাদ সুজ,ওরনা হাউজ,মুসলিমা বস্ত্রালয়,তমা ফ্যাশন,নাহিদা ফ্যাশন, অমর লন্ড্রি,সাইফ স্টেশনারী,মেরী কসমেটিক্স, মা জননী সুজ,রাফী সুজ,ঐশী সুজ,মাষ্টার হোমিও, পরিমল সুজ, সূচী কসমেটিক্স,মা তৈয়েবী কসমেটিক্স, জাহানারা সুজ,রেজভিয়া কসমেটিক্স, শাওন সুজ, সরকার সুজ,আরাফাত কসমেটিক্স,সোহেল সুজসহ  আরও কিছু ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

চান্দিনা ফায়ার স্টেশন এর স্টেশন অফিসার ইয়াছিন প্রধানীয়া জানান, বৃহস্পতিবার রাত ১০টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। চান্দিনা, কুমিল্লা ও দাউদকান্দি ফায়ার স্টেশনের দমকল কর্মীরা দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হয়।