চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় এক হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মালেক (৩৫) নামে এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ।
শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন তীরচর এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল মালেক মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার দামলা গ্রামের সিকদারপাড়া এলাকার আব্দুল বারেক মিয়ার ছেলে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (এস.আই) মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী বিলাস বহুল গ্রিনলাইন পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার প্যান্টের পকেট থেকে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়ের করা হচ্ছে।