চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যানের ধাক্কায় আবদুল আলিম (২৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই পথচারী আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাসস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল আলিম কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানী গ্রামের হাসু মিয়ার ছেলে।
আহতরা হলেন- চান্দিনা উপজেলা সোনাপুর গ্রামের আবুল কালামের স্ত্রী তাসলিমা আক্তার ও দেবীদ্বার উপজেলার আবদুল কাদেরের ছেলে মো.আবু হানিফ।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সফিকুদ্দিন মুন্সি জানান, শুক্রবার মহাসড়কের মাধাইয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান একটি ভ্যানকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়। এই ঘটনায় আরো দুই পথচারী আহত হন।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মো. মনিরুল ইসলাম জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুঘর্টনা কবলিত কাভার্ডভ্যানটি উদ্ধার করা হচ্ছে।