ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চান্দিনায় চোর সন্দেহে গণপিটুনি, ২ দিন পর হাসপাতালে মৃত্যু

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় গত বৃহস্পতিবার ভোরে চোর সন্দেহে আশিকুর রহমান (১৯) নামে এক যুবককে গনপিটুনি দেয় এলাকাবাসী। এতে মারাত্মক আহত হন আশিকুর।

শনিবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

আশিকুর কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের মহারং এলাকার বাবুর্চি মিজানুর রহমানের ছেলে। পেশায় রিকশাচালক হলেও এলাকায় ছিঁচকে চোর হিসেবে চিহ্নিত।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে চান্দিনা-বাগুর বাস স্টেশন সংলগ্ন একটি দোকানের মলাটের কার্টুন ও টিউবওয়েলের ওপরের অংশ চুরির করার অভিযোগে তাকে আটক করে স্থানীয়রা। পরে সেখানকার ১৫-২০ জন লোক গণপিটুনি দেয় তাকে। এ সময় রাসেল নামের এক ব্যক্তি তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

চান্দিনা থানা পুলিশ জানায়, স্থানীয় রাসেল তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার কথা বললে আহত আশিকুর রহমান পুলিশের ভয়ে হাসপাতালে ভর্তি হতে চাননি। পরে বাধ্য হয়েই তাকে বাড়িতে পরিবারের কাছে পৌঁছে দেয় রাসেল। এদিকে শনিবার ভোরে মারাত্মক অসুস্থ হয়ে পড়ায় তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আশিকুর রহমানের পরিবার পুলিশের জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করার পর পুলিশ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাহাবুদ্দীন খাঁন জানান, ঘটনাটি চান্দিনা বাস স্টেশনে হলেও সেটি দেবীদ্বারের উপজেলাধীন বাগুর শান্তিনগর সীমান্তে পড়েছে। আমরা যেহেতু ৯৯৯-এ ফোন পেয়ে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করেছি সেহেতু আমরা তা ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। সীমান্ত জটিলতার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক নিহতের পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ: স্বাগত জানাতে মুরাদনগরে ব্যাপক প্রস্ততি

চান্দিনায় চোর সন্দেহে গণপিটুনি, ২ দিন পর হাসপাতালে মৃত্যু

আপডেট সময় ০৩:৩২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় গত বৃহস্পতিবার ভোরে চোর সন্দেহে আশিকুর রহমান (১৯) নামে এক যুবককে গনপিটুনি দেয় এলাকাবাসী। এতে মারাত্মক আহত হন আশিকুর।

শনিবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

আশিকুর কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের মহারং এলাকার বাবুর্চি মিজানুর রহমানের ছেলে। পেশায় রিকশাচালক হলেও এলাকায় ছিঁচকে চোর হিসেবে চিহ্নিত।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে চান্দিনা-বাগুর বাস স্টেশন সংলগ্ন একটি দোকানের মলাটের কার্টুন ও টিউবওয়েলের ওপরের অংশ চুরির করার অভিযোগে তাকে আটক করে স্থানীয়রা। পরে সেখানকার ১৫-২০ জন লোক গণপিটুনি দেয় তাকে। এ সময় রাসেল নামের এক ব্যক্তি তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

চান্দিনা থানা পুলিশ জানায়, স্থানীয় রাসেল তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার কথা বললে আহত আশিকুর রহমান পুলিশের ভয়ে হাসপাতালে ভর্তি হতে চাননি। পরে বাধ্য হয়েই তাকে বাড়িতে পরিবারের কাছে পৌঁছে দেয় রাসেল। এদিকে শনিবার ভোরে মারাত্মক অসুস্থ হয়ে পড়ায় তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আশিকুর রহমানের পরিবার পুলিশের জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করার পর পুলিশ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাহাবুদ্দীন খাঁন জানান, ঘটনাটি চান্দিনা বাস স্টেশনে হলেও সেটি দেবীদ্বারের উপজেলাধীন বাগুর শান্তিনগর সীমান্তে পড়েছে। আমরা যেহেতু ৯৯৯-এ ফোন পেয়ে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করেছি সেহেতু আমরা তা ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। সীমান্ত জটিলতার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক নিহতের পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।