ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চান্দিনায় জমি থেকে শিশুর লাশ উদ্ধার

বেলাল উদ্দিন আহম্মদ, বিশেষ প্রতিনিধিঃ
১৩ ফেব্রুয়ারী ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার চান্দিনায় ফসলি জমি থেকে মাসুদ (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর দেড়টায় উপজেলার গল্লাই ইউনিয়নের জরুন্ডা গ্রামের একটি কুমড়া সৃজিত জমিতে পরিত্যক্ত অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করে চান্দিনা থানা পুলিশ।
মাসুদ একই ইউনিয়নের কংগাই গ্রামের মিজান মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে জরুন্ডা মসজিদ সংলগ্ন এলাকায় মাহফিলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আসে মাসুদ। মাহফিল শেষে মাসুদ বাড়ি না ফেরায় তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এদিকে রাত গড়িয়ে সকাল হলেও মাসুদ বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা।
সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় এক কৃষক মাহফিল অনুষ্ঠিত স্থান থেকে প্রায় ৬-৭শ গজ দূরে জরুন্ডা ফসলী মাঠের একটি কুমড়া ক্ষেতে একটি শিশুর মরদেহ দেখে স্থানীয়দের খবর দেয়। খবর পেয়ে নিহতের পরিবার মরদেহ সনাক্ত করে।
চান্দিনা থানার সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) আব্দুল হান্নান জানান, নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ও গলায় লুঙ্গি প্যাঁচানো অবস্থায় দেখতে পাই।

চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মহিউদ্দিন জানান, আমরা নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করা হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মুরাদনগর বিএনপির নেতা কায়কোবাদের বিরুদ্ধে মিথ্যা অপ প্রচারের প্রতিবাদে বিক্ষোভ

চান্দিনায় জমি থেকে শিশুর লাশ উদ্ধার

আপডেট সময় ১০:১৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৫
বেলাল উদ্দিন আহম্মদ, বিশেষ প্রতিনিধিঃ
১৩ ফেব্রুয়ারী ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার চান্দিনায় ফসলি জমি থেকে মাসুদ (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর দেড়টায় উপজেলার গল্লাই ইউনিয়নের জরুন্ডা গ্রামের একটি কুমড়া সৃজিত জমিতে পরিত্যক্ত অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করে চান্দিনা থানা পুলিশ।
মাসুদ একই ইউনিয়নের কংগাই গ্রামের মিজান মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে জরুন্ডা মসজিদ সংলগ্ন এলাকায় মাহফিলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আসে মাসুদ। মাহফিল শেষে মাসুদ বাড়ি না ফেরায় তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এদিকে রাত গড়িয়ে সকাল হলেও মাসুদ বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা।
সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় এক কৃষক মাহফিল অনুষ্ঠিত স্থান থেকে প্রায় ৬-৭শ গজ দূরে জরুন্ডা ফসলী মাঠের একটি কুমড়া ক্ষেতে একটি শিশুর মরদেহ দেখে স্থানীয়দের খবর দেয়। খবর পেয়ে নিহতের পরিবার মরদেহ সনাক্ত করে।
চান্দিনা থানার সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) আব্দুল হান্নান জানান, নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ও গলায় লুঙ্গি প্যাঁচানো অবস্থায় দেখতে পাই।

চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মহিউদ্দিন জানান, আমরা নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করা হবে।