চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনা থানা পুলিশের জন্য নির্মিত হচ্ছে নতুন বহুতল ভবন। নির্মাণ কাজ চলতে থাকা অবস্থায়ই ভবনটির ছাদ ধসে পড়েছে। এতে আহত হয়েছে দুই নির্মাণ শ্রমিক। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আল-আমিন চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এবং অপরজন প্রাথমিক চিকিৎসা নেয়। এ ব্যাপারে চান্দিনা থানার ওসি নাছির উদ্দিন মৃধা জানান, ঘটনাস্থলে প্রকৌশলী পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।