ঢাকা ০১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চান্দিনায় নৌকা প্রতীকে সিল দেওয়া ব্যালট পেপার উদ্ধার

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের পরদিন নৌকা প্রতীকে সিল দেওয়া ব্যালট পেপার মৎস্য প্রজেক্ট থেকে উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় নৌকা প্রতীক প্রার্থী সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার ও প্রশাসনকে দায়ী করছেন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার ১ নম্বর সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দলপাড়া হারুন মিয়াজী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশ থেকে বেশ কয়েকটি ব্যালট পেপার উদ্ধার করে পুলিশ। যার প্রতিটিতে নৌকা প্রতীকের উপর সিল দেওয়া ছিল।

সুহিলপুর ইউনিয়নে ৩ হাজার ২৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবু বকর ছিদ্দিক। ওই ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী ইমাম হোসেন সরকার পেয়েছেন ৩ হাজার ১২৫ ভোট। 

এ ঘটনায় নৌকা প্রতীক প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইমাম হোসেন সরকার অভিযোগ করেন, ভোট গ্রহণের শুরু থেকে আমার লোকজনকে হয়রানি শুরু করা হয়। ভোট গণনার সময় ইউনিয়নের ২নং ওয়ার্ডের সুহিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩নং ওয়ার্ড দলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়ে অন্তত সাড়ে ৩০০ ভোট পানিতে ফেলে ও বিভিন্ন ভাবে নষ্ট করা হয়েছে।

সুহিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং ফারুকুল ইসলাম জানান, ভোট গণনার সময় সব প্রার্থীর এজেন্ট রাখা হয়েছিল।  পানিতে কিভাবে ব্যালট পেপার গেছে তা আমার জানা নেই।

উপজেলা নির্বাচন অফিসার মো. আহসান হাবীব জানান, ব্যালট পেপারগুলো উদ্ধারের বিষয়ে তদন্ত চলছে। সংশ্লিষ্টরা তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, ১০টি ব্যালট পেপার উদ্ধার করেছি। পরের ব্যালট পেপারগুলো সম্পর্কে আমার জানা নেই। 

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে প্রবাসীর বাড়ি ঘরে হামলা, নারীসহ আহত ৩

চান্দিনায় নৌকা প্রতীকে সিল দেওয়া ব্যালট পেপার উদ্ধার

আপডেট সময় ০৪:০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের পরদিন নৌকা প্রতীকে সিল দেওয়া ব্যালট পেপার মৎস্য প্রজেক্ট থেকে উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় নৌকা প্রতীক প্রার্থী সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার ও প্রশাসনকে দায়ী করছেন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার ১ নম্বর সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দলপাড়া হারুন মিয়াজী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশ থেকে বেশ কয়েকটি ব্যালট পেপার উদ্ধার করে পুলিশ। যার প্রতিটিতে নৌকা প্রতীকের উপর সিল দেওয়া ছিল।

সুহিলপুর ইউনিয়নে ৩ হাজার ২৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবু বকর ছিদ্দিক। ওই ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী ইমাম হোসেন সরকার পেয়েছেন ৩ হাজার ১২৫ ভোট। 

এ ঘটনায় নৌকা প্রতীক প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইমাম হোসেন সরকার অভিযোগ করেন, ভোট গ্রহণের শুরু থেকে আমার লোকজনকে হয়রানি শুরু করা হয়। ভোট গণনার সময় ইউনিয়নের ২নং ওয়ার্ডের সুহিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩নং ওয়ার্ড দলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়ে অন্তত সাড়ে ৩০০ ভোট পানিতে ফেলে ও বিভিন্ন ভাবে নষ্ট করা হয়েছে।

সুহিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং ফারুকুল ইসলাম জানান, ভোট গণনার সময় সব প্রার্থীর এজেন্ট রাখা হয়েছিল।  পানিতে কিভাবে ব্যালট পেপার গেছে তা আমার জানা নেই।

উপজেলা নির্বাচন অফিসার মো. আহসান হাবীব জানান, ব্যালট পেপারগুলো উদ্ধারের বিষয়ে তদন্ত চলছে। সংশ্লিষ্টরা তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, ১০টি ব্যালট পেপার উদ্ধার করেছি। পরের ব্যালট পেপারগুলো সম্পর্কে আমার জানা নেই।