চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় পুলিশবাহী হিউম্যান হলারের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন মাধাইয়া-কলাগাঁও এলাকায় এ ঘটনায় ঘটে।
আহতরা হলেন- চান্দিনা থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এস.আই) মানিক চন্দ্র দাস, কনস্টেবল মোখলেছুর রহমান ও কনস্টেবল রেহান উদ্দিন। তারা সকলেই কুমিল্লা ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। তাদের মধ্যে দুই কনস্টেবল আশঙ্কা মুক্ত হলেও এএসআই মানিক শঙ্কা মুক্ত নয় বলে জানিয়েছেন কর্তব্যরত ডাক্তার।
স্থানীয় সূত্রে জানা গেছে, হিউম্যান হলার (লেগুনা) যোগে মহাসড়কে টহলরত অবস্থায় গাড়ি চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থামানো কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা মারা। এতে লেগুনার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। মারাত্মক আহতাবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে কুমিল্লা ময়নামতি সেনানিবাসের সিএমএইচ ও পরে কুমিল্লা ট্রমা সেন্টার ভর্তি করে।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, থানার নিজস্ব পরিবহন সংকটের কারণে আমরা বাইরের গাড়ি নিয়ে ডিউটি করছি। ওই গাড়ি চালকের অদক্ষতাই এ দুর্ঘটনার মূল কারণ।
এদিকে ঘটনার পর কুমিল্লা জেলা পুলিশ সুপার শাহ্ মো. আবিদ হোসেন তাদেরকে দেখতে ট্রমা হাসপাতালে যান।