চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় দিঘীতে মাছের খাবার ছিটানোর সময় বজ্রপাতে নিহত হয়ে পানিতে ডুবে যাওয়া শ্রমিক ইসহাক আলীর (৫৫) মরদেহ ২৭ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টায় চান্দিনা পৌরসভাধীন ৪নং ওয়ার্ড বেলাশহর এলাকার আরএনআর সিরামিক ফ্যাক্টরি সংলগ্ন দীঘি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল পৌঁনে ৩টায় ওই দীঘিতে নৌকাযোগে মাছের খাবার ছিটানোর সময় বজ্রপাতে পানিতে ডুবে গিয়েছিল ওই শ্রমিক।
বজ্রপাতে নিহত ইসহাক আলী সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিশ্বাসপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি দীর্ঘ প্রায় ১০ বছর যাবৎ কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া গ্রামের গোলাম মোহাম্মদ মিয়াজীর ছেলে মৎস্য ব্যবসায়ী মিজান মিয়াজীর অধীনে শ্রমিকের কাজ করে আসছিলেন। বেলাশহর এলাকার ওই দীঘিটিতেও মাছের চাষ করেছেন মিজান মিয়াজী।
প্রত্যক্ষদর্শী হাজী মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ‘প্রতিদিনের মতো নৌকায় চড়ে দীঘিতে মাছের খাবার ছিটাচ্ছিলেন শ্রমিক ইসহাক। পৌঁনে ৩টার দিকে হঠাৎ দেখলাম দীঘিতে বিজলী পড়লো। সঙ্গে সঙ্গে নৌকা থেকে পানিতে পড়ে যান ইসহাক। এ সময় দীঘির চারপাশে আরও অনেক মানুষ ছিল। তাৎক্ষণিকভাবে আমরা দীঘিতে নেমে তাকে খোঁজার অনেক চেষ্টা করি। না পেয়ে ফায়ার সার্ভিস ও চান্দিনা থানা পুলিশে ফোন করি।’
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) সফিক উদ্দিন জানান, ‘বুধবার বিকাল থেকে আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। দিঘীর গভীরতাও তুলনামূলকভাবে বেশি হওয়ায় বুধবার সন্ধ্যা ৭টা থেকে উদ্ধার অভিযান পরিচালনা করে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৫টায় মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।’
এদিকে, মরদেহ উদ্ধারের পর জেলা প্রশাসকের (ডিসি) নির্দেশে নিহতের মরদেহ বাড়ি নিয়ে যাওয়ার খরচ ও দাফনের জন্য ২০ হাজার টাকা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম।