চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে কথিত বন্দুকযুদ্ধে শামীম (২৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় ডিবি পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
শনিবার দিনগত রাত পৌঁনে দুইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন ছয়ঘড়িয়া মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিনটি চা-পাতি, দুইটি রড ও একটি রাম দা উদ্ধার করা হয়।
নিহত শামীম কুমিল্লার চান্দিনা উপজেলাধীন মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামের সাদেকুর রহমানের ছেলে। আহতরা হলেন- কুমিল্লা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) হুমায়ূন, কনস্টেবল কামাল ও দেলোয়ার।
কুমিল্লা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) শাহ্ কামাল আকন্দ জানান, প্রতিদিনের ন্যায় তারা মহাসড়ক সহ বিভিন্ন এলাকায় টহল দিতে শনিবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুজিবর রহমান ও ডিবি পুলিশের ইনচার্জ (ওসি) একেএম মঞ্জুরুল আলমসহ একটি টহল টিম চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকায় আসেন।
রাত আনুমানিক দুইটা ৪০ মিনিটের সময় ছয়ঘড়িয়া এলাকায় পৌঁছামাত্র ডিবি পুলিশের মাইক্রোবাসে রড ছুড়ে ডাকাতদল। পদ্মবেশি পুলিশ গাড়ি থেকে ডাকাতদলকে ধাওয়া করলে ডাকাতদল পুলিশ উদ্দেশ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক পর্যায়ে এক ডাকাত, তিন পুলিশ সদস্যকে আহতাবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার ডাকাত শামীমকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে চান্দিনা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করা হচ্ছে।