নাজিম উদ্দিন ভূইয়া, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
বিএনপি’র ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চান্দিনায় আলোচনা সভা ও র্যালি বের করে কুমিল্লা উত্তর জেলা, চান্দিনা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে চান্দিনাস্থ কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা র্যালি নিয়ে বিএনপি কার্যালয়ে অংশগ্রহণ করে। সভা শেষে বড় শো-ডাউন এর প্রস্তুতি নেয় বিএনপি নেতাকর্মীরা। কিন্তু চান্দিনা থানা পুলিশের বাঁধার কারণে বড় শোডাউন করতে পারেনি তারা। এদিকে আলোচনা সভা শুরু হওয়ার কিছুক্ষণ আগে বিএনপি কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা পটকা বাজি ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
আলোচনা সভায় কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান সরকার। অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র শাহ্ মোহাম্মদ আলমগীর খান, দাউদকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম চেয়ারম্যান, তিতাস উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. আক্তারুজ্জামান, মেঘনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শাহীন আলম, চান্দিনা উপজেলা যুবদল সভাপতি ইঞ্জিনিয়ার কাজী শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক মাওলানা আবুল খায়ের, পৌর যুবদল সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর হাজী মো. নূরুল ইসলাম মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি প্রফেসর আবদুল আউয়াল, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন কানন, যুগ্ম-সাধারণ সম্পাদক কাউছার আহম্মেদ কাকুল, চান্দিনা উপজেলা ছাত্রদল সভাপতি মো. কাইয়ুম খান, পৌর ছাত্রদল যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলুল ছাত্তার প্রমুখ।