মো: নাজিম উদ্দিন, চান্দিনা থেকেঃ
কুমিল্লা জেলা ব্রেড বিস্কুট প্রস্তুতকারক মালিক কল্যাণ সমিতি চান্দিনা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। এতে নূর বেকারির মালিক মো. কাইয়ুম খানকে সভাপতি, ক্যাপিটাল বেকারির মালিক মো. সেলিম সরকারকে সাধারণ সম্পাদক এবং আবুল কালাম আজাদকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
শনিবার দুপুরে চান্দিনা কাপড় বাজার সংলগ্ন সানগার্ডেন বাংলা ও চাইনিজ রেঁস্তোরায় সমিতির এক সভায় ওই কমিটি ঘোষণা করা হয়।
সভায় অতিথি হেসেবে বক্তৃতা করেন- কুমিল্লা জেলা ব্রেড বিস্কুট প্রস্তুতকারক মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. বেলাল উদ্দিন, জেলা নেতা মো. জয়নাল আবেদিন, মাহফুজ বশির, জয়নাল, লোকমান, ফারুক, সুমন, এরশাদ উল্লাহ্, সুমন চৌধুরী, দেলোয়ার, জসিম, মোজাম্মেল, সিরাজ, সাচ্চু, জাহাঙ্গীর, দেবিদ্বার-মুরাদনগর উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক ইব্রাহীম, আইন বিষয়ক সম্পাদক ফজলুল হক প্রমুখ।
চান্দিনার মালিক কল্যাণ সমিতির সভায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে নতুন মূল্য তালিকা নির্ধারণ করা হয়। আগামী ৭ ও ৮ নভেম্বর চান্দিনা উপজেলায় উৎপাদিত পণ্য বিক্রি বন্ধ রেখে ৯ নভেম্বর হতে নতুন মূল্য তালিকা অনুযায়ী উৎপাদিত পণ্য বাজারজাতকরণের সিদ্ধান্ত গৃহীত হয়।