মো: মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:
০৪ জানুয়ারী (মুরাদনগর বার্তা ডটকম):
৫ জানুয়ারি ২০ দলীয় জোটের সমাবেশকে কেন্দ্র করে কুমিল্লার চান্দিনায় শিবিরের গোপন বৈঠক চলাকালে উপজেলা শিবিরের সভাপতিসহ ১৭ কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুর সাড়ে ১২টায় চান্দিনার সদর এলাকার হাজী ভিলা নামক একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় ১টি কম্পিউটার, ২টি ল্যাপটপ, সমাবেশের চাঁদা আদায়ের রশিদ বইসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
আটক কর্মীরা হলেন-দেবিদ্বার উপজেলার রাধানগর গ্রামের আব্দুল খালেকের ছেলে উপজেলা শিবির সভাপতি আনিছুর রহমান(২৫), একই উপজেলার ধামতি গ্রামের আলী আহাম্মদের ছেলে আবু তাইয়েইদ(২১), বক্রিকান্দি গ্রামের মফিজুল ইসলামের ছেলে সফি উল্লাহ(২০), চান্দিনা উপজেলার হারং গ্রামের আমিরুল ইসলামের ছেলে আবু হানিফ(২২), একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে আল-আমিন(২৪), সিরাজুল হক ইসলামের ছেলে সাইফুল ইসলাম(২২), মৃত আব্দুল আউয়ালের ছেলে ফরহাদ উদ্দিন(২৩), একই উপজেলার বাড়েরা গ্রামের আলী আহমেদের ছেলে কাউসার আহমেদ(২১), পিপুইয়া গ্রামের এরশাদ মিয়ার ছেলে ইকরাম হাসান(২২), বসন্তপুর গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে মাসুম(২১), বাতাঘাসী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আবুল কাশেম(২৩), তার ছোট ভাই হাফেজ মো: সালাউদ্দিন(২১), মাইজখার গ্রামের সহিদুল ইসলামের ছেলে হাবিব উল্লাহ(২১), নাজিরপুর গ্রামের মোস্তাক আহমেদের ছেলে শরীফুল ইসলাম(২৩), চৌদ্দগ্রাম উপজেলার নারায়ণপুর গ্রামের হাজী নূরুল ইসলামের ছেলে ইমরান হোসেন(২৩), মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের সুরুজ মিয়ার ছেলে কামাল হোসেন(৩০) ও বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের রফিক উল্লাহর ছেলে আবু নোমান(২৩)।
চান্দিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্সেদ বলেন, ৫ জানুয়ারি সোমবার ২০ দলীয় জোটের সমাবেশে নাশকতা করার লক্ষ্যে চান্দিনা মেডিকেল সেন্টার ও উত্তরা ব্যাংকের বিপরীতে হাজী ভিলা নামক একটি বাসায় বাহিরে তালা ঝুলিয়ে গোপন বৈঠক করছিল শিবির কর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ঘরের বাহির ও ভেতরের ২টি কক্ষের তালা খুলে তাদের আটক করা হয়। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।