মো: দেলোয়ার হোসন, স্টাফ রির্পোটারঃ
কুমিল্লার চান্দিনায় ছুরিকাঘাত করে রজত সরকার (৩০) নামের এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তার কাছ থেকে লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দুপুরে ১টায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রারিরচর-গোবিন্দপুর সংযোগ সড়কের গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে।
আহত রজত সরকার গ্রামীণ ব্যাংক চান্দিনা শাখার ফিল্ড অফিসার পদে কর্মরত। তিনি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গ্রামীণ ব্যাংক চান্দিনা শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, ফিন্ড থেকে টাকা উত্তোলন করে অফিসে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে এ ঘটনা ঘটায়। তবে কত টাকা ছিনতাই করেছে তা এখনও নিশ্চিত বলতে পারছি না।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, প্রাথমিকভাবে আমরা প্রায় এক লাখ টাকা ছিনতাই হওয়ার বিষয়টি জেনেছি। দুর্বৃত্তদের সনাক্ত গ্রেফতার করতে পুলিশ মাঠে নেমেছে।