ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চান্দিনায় মহাসড়কে গাড়ি থামিয়ে রাস্তা পারাপার

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ

ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি থামিয়ে পথচারীদের মহাসড়ক পারাপারে কুমিল্লার চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় যানজট এখন নিত্যসঙ্গী। কখনো ঐ যানজট মহাসড়কের উভয় পাশে দুই-তিন কিলোমিটার দীর্ঘ হয়। 

ব্যস্ততম মহাসড়ক নিরাপদে পারাপারের জন্য প্রতিটি স্টেশন এলাকায় নির্মাণ করা হয়েছে ফুটওভার ব্রিজ। চান্দিনা-বাগুর বাস স্টেশনে নির্মিত ঐ ফুটওভার ব্রিজের মাত্র ১৫-২০ গজের মধ্যে নিচু সড়ক বিভাজন থাকায় পথচারীরা ৩০ ফুট উচ্চতার ফুটওভার ব্রিজ ব্যবহারে অনিহা। সন্নিকটে থাকা এক ফুট উচ্চতার নিচু বিভাজন অতিক্রম করে কম সময়ে মহাসড়ক পারাপার সহজ হওয়ায় কেউ আর ব্যবহার করছে না ফুটওভার ব্রিজ।

অপরদিকে, প্রশাসনের নজরদারির অভাবে যাত্রী ওঠানো-নামানোর জন্য নির্ধারিত স্থানে থামছে না বাস। চান্দিনা-বাগুর বাস স্টেশনটির পূর্বাংশে মহাসড়কের নিচু বিভাজন এলাকায় অবাধে গাড়ি থামিয়ে যাত্রী পরিবহন এবং ঐ স্থানে অবৈধ মাইক্রোবাস-মারুতি স্ট্যান্ড গড়ে ওঠায় যাত্রীরা নিচু বিভাজন অতিক্রম করে খুব সহজেই মহাসড়ক পারাপার হচ্ছে। চান্দিনা-বাগুর বাস স্টেশন হয়ে যাতায়াত করছে চান্দিনা ও দেবীদ্বার উপজেলার মানুষ। 

এছাড়াও মুরাদনগর, বরুড়া ও বুড়িচং উপজেলার কয়েকটি ইউনিয়নের যাত্রীরাও ঐ স্টেশন থেকে যাতায়াত করছে বিভিন্ন স্থানে। যে কারণে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও পথচারী চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় গাড়ি থামিয়ে মহাসড়ক পারাপার হচ্ছে। মিনিটের মধ্যে কয়েক বার গাড়ি থামিয়ে মহাসড়ক পারাপার হওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট।

চান্দিনা-বাগুর বাস স্টেশনের পাশে চা-দোকানি আব্দুস ছামাদ জানান, চান্দিনা-বাগুর বাস স্টেশনের একপাশে চান্দিনা উপজেলা অপরপাশে দেবীদ্বার উপজেলা। ঐ দুই উপজেলার মানুষের প্রতিদিনের যাতায়াত এই মহাসড়কের ওপর দিয়ে। এছাড়া দেবীদ্বার থেকে যাত্রীরা এসে নিচু ডিভাইডারের কাছে এসে থামে। অপরদিকে, ঢাকা ও চট্টগ্রামমুখী যাত্রী পরিবহনে সব যানবাহনও ঐ নিচু ডিভাইডারের কাছে এসে থামে। যে কারণে প্রতি মিনিটে মানুষ গাড়ি থামিয়েই নিচু ডিভাইডার অতিক্রম করে মহাসড়ক পারাপার হচ্ছে। এতে প্রতিদিনই যানজট লেগে আছে।

বাসচালক মিজানুর রহমান বলেন, এক ফুট উচ্চতার নিচু ডিভাইডার পেলে কেউ কি আর ৩০ ফুট উচ্চতার ফুটওভার ব্রিজ ব্যবহার করে? পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহার করাতে হলে নিচু ডিভাইডারের ওপর দিয়ে কাঁটা তারের বেড়া দিতে হবে। তাহলে মানুষ বাধ্য হয়েই ফুটওভার ব্রিজ ব্যবহার করবে। 
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ট্রাফিক ইন্সপেক্টর) সাইফুল ইসলাম বলেন, মানুষকে কিছুতেই ফুটওভার ব্রিজ ব্যবহার করানো সম্ভব হচ্ছে না। সড়ক ও জনপথ বিভাগ থেকে যতদিন নিচু বিভাজনটি বন্ধ করা না হবে ততদিন এই সমস্যা থাকবেই।

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানান, মানুষের মধ্যে সচেতনতার বড়ই অভাব। তারপরও যেহেতু স্টেশন এলাকায় নিচু বিভাজনটি রয়েছে সেটি বন্ধ করতে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। 

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

চান্দিনায় মহাসড়কে গাড়ি থামিয়ে রাস্তা পারাপার

আপডেট সময় ০১:৪৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ

ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি থামিয়ে পথচারীদের মহাসড়ক পারাপারে কুমিল্লার চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় যানজট এখন নিত্যসঙ্গী। কখনো ঐ যানজট মহাসড়কের উভয় পাশে দুই-তিন কিলোমিটার দীর্ঘ হয়। 

ব্যস্ততম মহাসড়ক নিরাপদে পারাপারের জন্য প্রতিটি স্টেশন এলাকায় নির্মাণ করা হয়েছে ফুটওভার ব্রিজ। চান্দিনা-বাগুর বাস স্টেশনে নির্মিত ঐ ফুটওভার ব্রিজের মাত্র ১৫-২০ গজের মধ্যে নিচু সড়ক বিভাজন থাকায় পথচারীরা ৩০ ফুট উচ্চতার ফুটওভার ব্রিজ ব্যবহারে অনিহা। সন্নিকটে থাকা এক ফুট উচ্চতার নিচু বিভাজন অতিক্রম করে কম সময়ে মহাসড়ক পারাপার সহজ হওয়ায় কেউ আর ব্যবহার করছে না ফুটওভার ব্রিজ।

অপরদিকে, প্রশাসনের নজরদারির অভাবে যাত্রী ওঠানো-নামানোর জন্য নির্ধারিত স্থানে থামছে না বাস। চান্দিনা-বাগুর বাস স্টেশনটির পূর্বাংশে মহাসড়কের নিচু বিভাজন এলাকায় অবাধে গাড়ি থামিয়ে যাত্রী পরিবহন এবং ঐ স্থানে অবৈধ মাইক্রোবাস-মারুতি স্ট্যান্ড গড়ে ওঠায় যাত্রীরা নিচু বিভাজন অতিক্রম করে খুব সহজেই মহাসড়ক পারাপার হচ্ছে। চান্দিনা-বাগুর বাস স্টেশন হয়ে যাতায়াত করছে চান্দিনা ও দেবীদ্বার উপজেলার মানুষ। 

এছাড়াও মুরাদনগর, বরুড়া ও বুড়িচং উপজেলার কয়েকটি ইউনিয়নের যাত্রীরাও ঐ স্টেশন থেকে যাতায়াত করছে বিভিন্ন স্থানে। যে কারণে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও পথচারী চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় গাড়ি থামিয়ে মহাসড়ক পারাপার হচ্ছে। মিনিটের মধ্যে কয়েক বার গাড়ি থামিয়ে মহাসড়ক পারাপার হওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট।

চান্দিনা-বাগুর বাস স্টেশনের পাশে চা-দোকানি আব্দুস ছামাদ জানান, চান্দিনা-বাগুর বাস স্টেশনের একপাশে চান্দিনা উপজেলা অপরপাশে দেবীদ্বার উপজেলা। ঐ দুই উপজেলার মানুষের প্রতিদিনের যাতায়াত এই মহাসড়কের ওপর দিয়ে। এছাড়া দেবীদ্বার থেকে যাত্রীরা এসে নিচু ডিভাইডারের কাছে এসে থামে। অপরদিকে, ঢাকা ও চট্টগ্রামমুখী যাত্রী পরিবহনে সব যানবাহনও ঐ নিচু ডিভাইডারের কাছে এসে থামে। যে কারণে প্রতি মিনিটে মানুষ গাড়ি থামিয়েই নিচু ডিভাইডার অতিক্রম করে মহাসড়ক পারাপার হচ্ছে। এতে প্রতিদিনই যানজট লেগে আছে।

বাসচালক মিজানুর রহমান বলেন, এক ফুট উচ্চতার নিচু ডিভাইডার পেলে কেউ কি আর ৩০ ফুট উচ্চতার ফুটওভার ব্রিজ ব্যবহার করে? পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহার করাতে হলে নিচু ডিভাইডারের ওপর দিয়ে কাঁটা তারের বেড়া দিতে হবে। তাহলে মানুষ বাধ্য হয়েই ফুটওভার ব্রিজ ব্যবহার করবে। 
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ট্রাফিক ইন্সপেক্টর) সাইফুল ইসলাম বলেন, মানুষকে কিছুতেই ফুটওভার ব্রিজ ব্যবহার করানো সম্ভব হচ্ছে না। সড়ক ও জনপথ বিভাগ থেকে যতদিন নিচু বিভাজনটি বন্ধ করা না হবে ততদিন এই সমস্যা থাকবেই।

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানান, মানুষের মধ্যে সচেতনতার বড়ই অভাব। তারপরও যেহেতু স্টেশন এলাকায় নিচু বিভাজনটি রয়েছে সেটি বন্ধ করতে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।